রোলেক্স-প্যাটেক ঘড়ির দাম কমেছে
স্টাফ রিপোর্টার
ক্রিপ্টোকারেন্সির বাজারে পতনের ফলে সেকেন্ডহ্যান্ড মার্কেটে ঘড়ির সরবরাহ সহজতর হচ্ছে। চাহিদা কমে যাওয়ায় রোলেক্স ও প্যাটেক ফিলিপের মতো বিলাসবহুল ব্র্যান্ডের দাম কমছে। অনলাইন-ওয়াচ ট্রেডিং প্লাটফর্ম ক্রোনো২৪ জানিয়েছে, ডিজিটাল মুদ্রার মূল্য বাড়ার কারণে বিলাসবহুল টাইমপিস ক্রেতাদের একটি নতুন শ্রেণী তৈরি হয়েছিল।
উচ্চ চাহিদা রোলেক্স, অডেমার্স পিগুয়েট ও প্যাটেকের মতো ব্র্যান্ডের দাম বাড়িয়ে দিয়েছিল। তবে বর্তমানে সেই প্রবণতা উল্টে গিয়েছে। যেমন প্যাটেক ফিলিপ নটিলাস ৫৭১১এ ঘড়িটি খুচরা বাজারে প্রায় ৩৫ হাজার ডলারে বিক্রি হয়। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে টাইমপিসটির মূল্য ২ লাখ ৪০ হাজার ডলারে উন্নীত হয়েছিল। বর্তমানে স্টিলের স্পোর্টস ঘড়িটি ১ লাখ ৯০ হাজার ডলারে পাওয়া যাচ্ছে। স্ট্রেইট টাইমস