দোকান দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার

ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে সরকারের প্রতি লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৮ জুলাই, ২০২২) সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন তাদের মগবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে বলেন, বর্তমানে রাত ৮ টার মধ্যে দোকান বন্ধ করা এবং দৈনিক ১-২ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

সংগঠনটি বিপণি বিতান এবং দোকান দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা, অফিস সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা আর শিক্ষা প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার দাবি জানায়।

তারা মনে করছে, এতে করে যানজট কমবে, জ্বালানি তেল সাশ্রয় হবে এবং মানুষের কর্মঘণ্টা বৃদ্ধি পাবে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন থেকে রাত ৮টার পর থেকে দোকান, বিপণি বিতান ও কাঁচাবাজার বন্ধ রাখা হচ্ছে।

রাত ৮টার পরে দোকানপাট বন্ধ রাখতে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় একটি অনুশাসন দেয়। এর পরই সিদ্ধান্তটি কার্যকর করা হয়। ডলার রিজার্ভ কমতে থাকায় জ্বালানি সাশ্রয়ের জন্য শুরু করা হয় এলাকাভিত্তিক লোডশেডিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *