পদ্মা ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি
কর্মীদের গ্রুপ লাইফ এবং হেল্থ ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করার লক্ষে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল পদ্মা ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার, (২১ জুলাই, ২o২২) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় অবস্থিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রিয়াজ খান এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) শেখ রকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান এবং এফভিপি কাজী নাজমুদ্দীন মো. নাফি, ভিপি ও কর্পোরেট এ্যাফেয়ার্স হেড সায়ন্তনী ত্বিষা-সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।