খাদের কিনারায় পাকিস্তানের অর্থনীতি

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের অর্থনীতি ক্রমেই ভেঙে পড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি বৈঠক ডেকেছেন। বুধবার (২০ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৈঠকে অর্থনৈতিক দল ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে রুপির বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির পেছনের কারণ ও এই প্রবণতা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া দলটি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং দেবেন বলেও জানা গেছে।

বুধবার দেশটির রুপি ডলারের বিপরীতে আরও কমে অতীতের রেকর্ড ভেঙেছে। এদিন ডলারপ্রতি রুপির বিনিময়মূল্য হয় ২২৬ রুপি। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার এই বিনিময় মূল্য ছিল ২২৪ রুপি।

ডলারে তুলনায় রুপির অস্বাভাবিক পতনের পাশাপাশি পাকিস্তান পুঁজিবাজারের সূচকও এক ধাক্কায় অনেকটা পড়ে যায়। সোমবার পুঁজিবাজার বন্ধের সময় সূচক ৭০৭ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪১ হাজার ৩৬৭ দশমিক ১১ পয়েন্টে। এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ শুক্রবার পুঁজিবাজার বন্ধের সময় সূচক ছিল ৪২ হাজারের ঘরে (৪২ হাজার ০৭৪ দশমিক ৯১ পয়েন্ট)। গত সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক ধাক্কায় পড়ে যায়।

এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে। এমন অবস্থায় দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

তবে বিশ্লেষকরা বিশ্বাস করেন যে দেশীয় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিই একমাত্র কারণ নয়। ডলারের বিপরীতে অন্যান্য দেশের মুদ্রারও বড় পতন অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *