আকরিক লোহার দাম ১০০ ডলারের নিচে প্রতি টন
ডালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে ১০০ ডলারের নিচে নেমেছে প্রতি টন আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য। মূলত ইস্পাত উৎপাদনে নিম্নমুখী চাহিদার কারণেই বাজারদরে নিম্নমুখী প্রভাব তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, নভেল করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত বিধিনিষেধের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে। শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশটিতে অবকাঠামো নির্মাণ কিংবা শিল্প উৎপাদন তলানিতে নেমে আসে। এ কারণে দুর্বল হয়ে পড়ে ইস্পাতের চাহিদা।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ৯ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬৫২ ইউয়ান বা ৯৬ ডলার ৬৭ সেন্টে, যা গত ২৫ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। ধাতুটির সাপ্তাহিক দাম কমেছে ১২ শতাংশ।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে ইস্পাত উৎপাদনের এ উপকরণের দাম ২ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯৭ ডলার ৬০ সেন্টে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার সাপ্তাহিক দাম কমেছে ১১ শতাংশ।