মেঘনা ইকোনমিক জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
কারখানার শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে কারখানার উত্তর-পশ্চিম দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৩ ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন কিছুই বলা যাচ্ছে না।