রোসপা গোল্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

স্টাফ রিপোর্টার

উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করায় লন্ডনের দ্য রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অব অ্যাকসিডেন্টের (রোসপা) ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের প্রধান মোহাম্মদ লিটন মোল্ল্যা।

গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ— তিন ক্যাটাগরিতে পুরস্কারটি প্রদান করে রোসপা। বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটন গোল্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পেল।

উল্লেখ্য, ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং স্বীকৃত স্কিমগুলোর মধ্যে একটি। এ অ্যাওয়ার্ডের জন্য প্রতি বছর প্রায় ৫০টি দেশ থেকে ২ হাজার কোম্পানি নাম এন্ট্রি করে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সাত মিলিয়নেরও বেশি এমপ্লয়ি। —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *