৩৪০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা সৌদি আরবের

স্টাফ রিপোর্টার

সম্প্রতি টিকাসহ জরুরি ওষুধ শিল্পে ৩৪০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি আরব।

এ ব্যাপারে সৌদির শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর বিন ইবরাহিম আলখোরায়েফ বলেন, মূলত ওষুধ ও স্বাস্থ্য নিরাপত্তা অর্জন করতে এ লক্ষ্য নিয়েছে দেশটি। এর মাধ্যমে এ শিল্প খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে সৌদি আরব। খবর খালিজ টাইমস।

রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, ওষুধ শিল্প খাতের বিভিন্ন বিভাগে কয়েক ধাপে বিনিয়োগ করা হবে। শুরুটা হবে টিকা ও জরুরি ওষুধে। প্রথম ধাপে টিকা, প্লাজমা ও ইনসুলিন প্রযুক্তি সহজলভ্য করার উদ্দেশ্য সৌদির। এর মাধ্যমে দেশের জাতীয় বাজেট ব্যয়ের একটি বড় অংশ কমবে বলে ধারণা করছেন বন্দর বিন ইবরাহিম আলখোরায়েফ। বর্তমানে টিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ পণ্যের ক্ষেত্রে শতভাগ আমদানিনির্ভরশীল সৌদি আরব।

এদিকে শিশুদের প্রাথমিক টিকা ও প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির ম্যানুফ্যাকচারিং ভ্যাকসিনস অ্যান্ড ভাইটাল মেডিসিন কমিটি। পাশাপাশি ভবিষ্যতে কোনো মহামারীর মোকাবেলায় উৎপাদন খাতেও জোর দেবে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *