সৌদির জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে উল্লম্ফন

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেলনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে সৌদি আরব। অর্থনীতিতে বৈচিত্র্য আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এরই অংশ হিসেবে দেশটির জ্বালানি তেলবাহির্ভূত অর্থনীতির আকার বড় হচ্ছে। গত এপ্রিলে দেশটির জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে উল্লম্ফন দেখা গিয়েছে। খবর আরব নিউজ।

এপ্রিলে সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস জানিয়েছে, এ সময়ে সৌদির জ্বালানি তেলবহির্ভূত রফতানি ৭৪০ কোটি সৌদি রিয়ালে (৭৩০ কোটি ডলার) পৌঁছেছে।

এ সময়ে সৌদি আরবের পণ্যদ্রব্য আমদানি ৫ হাজার ৫৩০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এটি আগের মাসের তুলনায় ১ শতাংশ কম। এপ্রিলে দেশটির সামগ্রিক পণ্য রফতানি ৯৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ৭০০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে।

আরব দেশটির জ্বালানি তেলবহির্ভূত রফতানি বাড়াতে বড় ভূমিকা পালন করেছে রাসায়নিক ও সহযোগী শিল্প। মোট রফতানিতে এ শিল্পের অবদান ৩৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে বৈদ্যুতিক সরঞ্জামের যন্ত্রাংশ। মোট আমদানিতে এ খাতের হিস্যা ছিল ১৮ দশমিক ৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *