কাতারের অর্থনীতিতে যুক্ত হবে ১৭ বিলিয়ন ডলার
আগামী ১৭ নভেম্বর শুরু হচ্ছে ২২তম কাতার ফুটবল বিশ্বকাপ। এটি কাতারের অর্থনীতিতে ১ হাজার ৭০০ কোটি ডলার যুক্ত করবে বলে আশাবাদী দেশটি। কাতার ফুটবল বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এমনটি জানিয়েছেন। খবর আরব নিউজ।
ফিফা ওয়ার্ল্ডকাপ কাতার ২০২২-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের বলেছেন, দেশটির প্রত্যাশা এবারের বিশ্বকাপে দর্শক সংখ্যা হবে ১২ লাখ। যেখানে প্রথমদিকে প্রত্যাশা ছিল ১০-১৫ লাখ। দর্শকদের পাশাপাশি ফিফার কর্মকর্তা ও খেলোয়াড়দের জন্য হাজারসংখ্যক হোটেল কক্ষ বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্বকাপ উপলক্ষে কাতার দুটি বিলাসবহুল ক্রুজ লাইনার ইজারা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক দর্শক আসায় আবাসন সংকট তৈরি হতে পারে। এ অবস্থায় মালিকদের নিজ নিজ বাড়ি ভাড়া দেয়ার আহ্বান জানান তিনি।
এসব চেষ্টার মধ্যেও কাতার বিশ্বকাপ প্রকল্পে কর্মরত বিদেশী শ্রমিকদের চিকিৎসা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সমালোচনা নিয়ে আল খাতের বলেন, এসব সমালোচনা উপেক্ষা করেই কাতার সামনে এগিয়ে চলেছে এবং আইন অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন ও কর্মঘণ্টার বিষয়গুলো মেনে চলছে।