জাপানে মাজদা ও মিত্সুবিশি গাড়ির দাম বাড়ছে

স্টাফ রিপোর্টার

জাপানে মাজদা ও মিত্সুবিশি গাড়ির দাম বাড়তে চলেছে। কারণ দেশটির মাঝারি আকারের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান কাঁচামাল ব্যয়ের মুখোমুখি হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো দুর্বল ইয়েনের সঙ্গে দাম সামঞ্জস্যের পরিকল্পনা করছে। খবর কিয়োদো নিউজ।

ফ্ল্যাগশিপ মাজদাথ্রি ক্যামপ্যাক্টসহ দুটি মডেলের গাড়ির দাম প্রায় ৩ শতাংশ বাড়ানো হবে। পাশাপাশি মিত্সুবিশি মোটরের মূল্যবৃদ্ধির হারও ৩ শতাংশ হবে। সংস্থাটির প্রধান এসইউভি মডেল আউটল্যান্ডার পিএইচইভির মূল্য বাড়তে চলেছে।

সাধারণত মডেল পরিবর্তনের সময় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো গাড়ির দাম বাড়িয়ে থাকে। সেক্ষেত্রে গাড়ির অভ্যন্তর ও বাহ্যিক ডিজাইন এবং ইঞ্জিন বা অন্য বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করা হয়। তবে মাজদা ও মিত্সুবিশির মতো মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা প্রতিদ্বন্দ্বী বড় সংস্থাগুলোর তুলনায় দুর্বল হয়। ফলে কাঁচামালের দাম বৃদ্ধি সংস্থাগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলে। এ পরিস্থিতি মোকাবেলায় সংস্থাগুলো গাড়ির দাম বাড়াতে বাধ্য হওয়ার কথা জানাচ্ছে।

মিত্সুবিশি গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র বলেন, ব্যাটারি সামগ্রীর দাম এত বেশি বেড়েছে যে আমরা ভারসাম্য বজায় রাখতে পারছি না। এজন্য বাধ্য হয়েই আমাদের দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এরই মধ্যে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাগুলো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে। সম্প্রতি বিদ্যুচ্চালিত হ্যামার পিকআপ ট্রাকের দাম ৬ হাজার ২৫০ ডলার বাড়িয়েছে জেনারেল মোটরস। এর আগে গত মাসে মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম বাড়িয়েছে টেসলা। এ নিয়ে মাত্র কয়েক মাসের মধ্যে পঞ্চমবারের মতো দাম বাড়িয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। আরেক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিভিয়ান অটোমোটিভ পিকআপের দাম ২০ শতাংশ বাড়িয়েছে। যদিও গ্রাহক প্রতিক্রিয়ার মুখে ১ মার্চের আগে বুক করা গাড়ির দাম অপরিবর্তিত রাখার কথা জানায় সংস্থাটি।

জাপানের অভ্যন্তরীণ বাজারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। মূল্যস্ফীতি বেড়ে গেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির ভোক্তারা ব্যাপক হারে ব্যয় কমিয়ে দেন। পাশাপাশি দেশটিতে আটটি প্রধান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতাও দাম বাড়ানো কঠিন করে তোলে। এ অবস্থায় ৩ শতাংশ দাম বাড়াবে মাজদা ও মিত্সুবিশি। মাজদাথ্রি ও সিএক্স-৩০ এসইউভির মূল্য ৬৬ হাজার ইয়েন (৪৯২ ডলার) বেড়ে যাবে। এরই মধ্যে মূল্যবৃদ্ধির বিষয়টি ডিলারদের অবহিত করা শুরু করেছে মাজদা। তবে মূল্যবৃদ্ধি পাওয়া গাড়িগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক ডিজাইনে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে সেগুলোর পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসবে না।

মাজদাথ্রি গাড়ির দাম ২২ লাখ ২০ হাজার ইয়েন থেকে শুরু হবে। যেখানে ২৩ লাখ ৯০ হাজার ইয়েন দিয়ে শুরু হবে সিএক্স-৩০ এসইউভির মূল্য। এটি বর্তমান মূল্য থেকে ৩ শতাংশ বেশি। অন্যদিকে মিত্সুবিশির হাইব্রিড আউটল্যান্ডার পিএইচইভির মূল্য ১ লাখ ৫০ হাজার ইয়েন বাড়বে। বর্তমানে গাড়িটির দাম ৫৩ লাখ ২০ হাজার ইয়েন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ডিলারদের দাম বাড়ানোর বিষয়টি অবহিত করা শুরু করেছে।

আগামী সেপ্টেম্বরের আগে এ দাম বৃদ্ধি কার্যকর হবে না। যদিও সরবরাহ সময়ের কারণে এর আগে ক্রয়াদেশ দেয়া গ্রাহকরাও অতিরিক্ত খরচের মুখোমুখি হতে পারেন। কিছু ডিলার চলতি মাসের শেষ দিকে নতুন দামের ক্রয়াদেশ নেয়া শুরু করবে।

এদিকে জাপানের আরেক গাড়ি নির্মাতা সুবারু প্রধান মডেলগুলোর দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। সংস্থাটি দাম বৃদ্ধির হার ও সময় এখনো নির্ধারণ করেনি। দেশটির বড় গাড়ি নির্মাতারাও দাম বৃদ্ধির দিকে ঝুঁকতে পারেন। এরই মধ্যে হোন্ডা মোটর ও সুজুকি মোটর অন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপ বিশ্লেষণ করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *