দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রেভলন
দেউলিয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেভলন। এজন্য চলতি সপ্তাহের মধ্যেই সংস্থাটি অনুচ্ছেদ ১১ আইনি সহযোগিতা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অসম্মতি জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
সম্প্রতি রেভলনের শেয়ারদর কমেছে ৪৬ শতাংশ। শেয়ারদর কমার ফলে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে রেভলন। চলতি সপ্তাহের মধ্যেই ঋণ, ব্যবসা ও সম্পদ পুনর্গঠনের জন্য অনুচ্ছেদ ১১ আইনি সহায়তার দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত লিপস্টিক প্রস্তুতকারক সংস্থাটির দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ছিল ৩৩১ কোটি ডলার। সাম্প্রতিক সময়ে রেভলনের মেকআপ পণ্যের চাহিদার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মূলত কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় ঘরের বাইরে বের হওয়ার তাগিদ অনুভব করছেন ভোক্তারা। এরই পরিপ্রেক্ষিতে প্রসাধনীসামগ্রীর চাহিদা বেড়েছে।
এদিকে রেভলনের জন্য তুমুল প্রতিযোগী হয়ে উঠেছে ডিজিটাল দেশীয় দামি ব্র্যান্ডগুলো। এ বছরের মার্চে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে নানা ধরনের সংকটের সম্মুখীন হয়েছিল রেভলন। এতে করে ভোক্তা চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে মার্কিন বহুজাতিক সংস্থাটি।