পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামার আগে হতাশা নিয়েই পাকিস্তান সফর শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। রোববার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫৩ রানে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা।

মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধূলিঝড়ের কারণে ৪৮ ওভারে নেমে যায় ম্যাচের দৈর্ঘ্য। যেখানে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান করে পাকিস্তান। জবাবে ৩৭.২ ওভারে অলআউট হওয়ার আগে ২১৬ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের ৫৩ রানের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন তারকা অলরাউন্ডার শাদাব খান। প্রথমে ব্যাট হাতে তিনি খেলেন ৭৮ বলে ৮৬ রানের এক ঝকঝকে ইনিংস। পরে বোলিংয়ে নেমে ৬২ রান খরচায় ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেন ম্যাচসেরার পুরস্কার জেতা শাদাব।

এছাড়া পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ৬৮ বলে ৬২ রান করেছেন ইমাম উল হক। সিরিজে হ্যাটট্রিক ফিফটিতে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। সবমিলিয়ে টানা সাত ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন তিনি। সবচেয়ে বেশি টানা ৯ ওয়ানডেতে ফিফটির বিশ্বরেকর্ড জাভেদ মিয়াঁদাদের দখলে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে ৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পরিচিত নিকোলাস পুরান। পরে ব্যাটিংয়ে ৩৭ বলে ৬০ রানের ঝড় তুলে পরাজয়ের ব্যবধান কমান মূলত বোলার হিসেবে খেলা আকিল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *