ডি ভিলিয়ারসের এত দাম?

আন্তর্জাতিক ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্স এখন সাবেক। তাতে ফ্রাঞ্চাইজি লিগে তার কদর কি এতটুকু কমেছে? না, বরং যেন আরও বেড়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মঙ্গলবারের প্লেয়ার্স ড্রাফটে সবার আগে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং মায়েস্ত্রো। তাকে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স।

পিএসএলের মঙ্গলবারের ড্রাফটে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তার ফ্রাঞ্চাইজির নাম এখনও চূড়ান্ত হয়নি। এর আগে এই ফ্রাঞ্চাইজির নাম ছিল মুলতান সুলতানস।

গতবার পিএসএলে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪০ হাজার ইউএস ডলার। শহীদ আফ্রিদি, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসনের মতো বেশ কয়েকজন তারকা এই দামে বিক্রি হয়েছিলেন সেবার।

তবে এবার প্রথমেই বিক্রি হওয়া ডি ভিলিয়ার্স ছাড়িয়ে যেতে পারেন তাদের সবাইকে। ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে বিক্রি হওয়া দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানকে ১ লাখ ৪০ হাজার থেকে শুরু করে ২ লাখ ডলার পর্যন্ত দাম দেয়া হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান সুপার লিগের ওয়েবসাইট। যেটি বাংলাদেশি টাকায় ১ কোটি ১৭ লাখ থেকে ১ কোটি ৬৭ লাখ টাকার মতো।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএলের পরবর্তী আসর। চলবে ১৭ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্ট শেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাবেন ডি ভিলিয়ার্স, যেটি শুরু হবে ২৯ মার্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *