চীনে নির্মিত ৩২ হাজার গাড়ি বিক্রি টেসলার

স্টাফ রিপোর্টার

মে মাসে চীনে নির্মিত ৩২ হাজার ১৬৫ ইউনিট গাড়ি বিক্রি করেছে টেসলা। এর মধ্যে ২২ হাজার ৩৪০ ইউনিট রফতানি করেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) জানিয়েছে, এর আগে গত এপ্রিলে টেসলা মাত্র ১ হাজার ১৫২ ইউনিট গাড়ি বিক্রি করেছে। রফতানি করা হয়নি একটি গাড়িও। সাংহাইয়ে কভিডজনিত লকডাউনের কারণে সংস্থাটির গাড়ি উৎপাদন ব্যাহত হয়। এ বিধিনিষেধের কারণে মার্চের শেষ দিক থেকে সংস্থাটির সাংহাইয়ের কারখানা ২২ দিন বন্ধ ছিল।

এ কারখানায় টেসলার মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ি উৎপাদন করা হয়। লকডাউন শিথিলের পরে ১৯ এপ্রিল কারখানাটি পুনরায় চালু করা হয় এবং ১১ মে পুনরায় উৎপাদন শুরু হয়। তবে সরবরাহ চেইনে বিপর্যয়ের কারণে গাড়ি উৎপাদন লকডাউন-পূর্ববর্তী পর্যায়ে উন্নীত করতে সংস্থাটিকে হিমশিম খেতে হয়। গত মাসে এ কারখানায় ৩৩ হাজার ৫৪৪ ইউনিট গাড়ি উৎপাদন হয়েছে। এ সংখ্যা এপ্রিলের তুলনায় ২১২ শতাংশ বেশি।

এদিকে গত মাসে চীনের বিওয়াইডি ১ লাখ ১৪ হাজার ১৮৩ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা লি অটো ১১ হাজার ৪৯৬ ইউনিট এবং এক্সপেং ১০ হাজার ১২৫ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। সিপিসিএ জানিয়েছে, গত মাসে চীনে মোট ১৩ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কম। সিপিসিএ মহাসচিব কুই ডংশু সাংবাদিকদের বলেন, চলতি মাসে গাড়ি বিক্রি ১০-২০ শতাংশ বাড়তে পারে। কারণ লকডাউনের কারণে আগের মাসগুলোয় চাহিদা নিম্নমুখী হলেও পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *