আইসিসি বাংলাদেশ কার্যনির্বাহী বোর্ড পুন:নির্বাচিত
মাহবুবুর রহমান, ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি)-বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন এবং মিসেস রোকেয়া এ রহমান, সাবেক এমসিসিআই প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, আরলিঙ্কস লিমিটেড এবং একে আজাদ, ম্যানেজিং ডিরেক্টর, হা-মীম গ্রুপ, এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত ২ বছরের জন্য আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মাহবুবুর রহমান এফবিসিসিআই, ডিসিসিআই-এর প্রাক্তন সভাপতি ছিলেন এবং সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইসলামিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯ সদস্য বিশিষ্ট আইসিসি বাংলাদেশ নির্বাহী বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন: মোঃ জসিম উদ্দিন, প্রেসিডেণ্ট, এফবিসিসিআই (দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি) এবং চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড; রিজওয়ান রহমান, প্রেসিডেন্ট, ডিসিসিআই (দি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি) এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড; মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, সিসিসিআই (দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি) এবং ভাইস-চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, নেসার এজাজ বিজয়, প্রেসিডেন্ট, এফআইসিসিআই (ফরেন ইনভেষ্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক; শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বিআইএ (বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন); ফারুক হাসান, প্রেসিডেন্ট, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারারস এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশন); মোহাম্মদ হাতেম, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনস); মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট, বিটিএমএ (বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন; আব্দুল হাই সরকার, চেয়ারম্যান ও সিইও, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড; আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ব্যবস্থাপনা পরিচালক, ইভেন্স গ্রুপ; আফতাব উল ইসলাম, চেয়ারম্যান, আইওই (বাংলাদেশ) লিমিটেড; কুতুবউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, এনভয় গ্রুপ; মীর নাসির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, মীর আখতার হোসেন লিমিটেড; মোঃ ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক, প্লামি ফ্যাশনস লিমিটেড; মিসেস সিমিন রহমান, সিইও, ট্রান্সকম গ্রুপ ও পরিচালক, ট্রান্সকম লিমিটেড এবং তপন চৌধুরী, চেয়ারম্যান, স্কয়ার টেক্সটাইল লিমিটেড।
উল্লেখ্য, আইসিসি বাংলাদেশ সচিবালয় সম্প্রতি র্যাংগস এফসি স্কয়ার (৫ম তলা), প্লট- ৬/এ, রোড- ৩২, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকায় নতুন অফিসে স্থানান্তরিত হয়েছে।