পরীক্ষামূলকভাবে বিদ্যুচ্চালিত বাস চালু করবে এমিরেটস

স্টাফ রিপোর্টার

সম্প্রতি পরীক্ষামূলকভাবে বিদ্যুচ্চালিত (ইভি) বাস চালু করতে যাচ্ছে এমিরেটস। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ ঘোষণা দেয় উড়োজাহাজ সংস্থাটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

অনলি ওয়ান আর্থ থিম ঘিরে বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে এমিরেটস। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশগত কৌশলকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে রেখেছে সংস্থাটি। কার্বন নিঃসরণ কমানো, পণ্য ও পরিষেবা গ্রহণে দায়িত্ববোধ এবং বন্যপ্রাণী ও বাসস্থান সংরক্ষণ—এ তিন ক্ষেত্র পরিবেশগত কৌশলের আওতাভুক্ত।

চলতি সপ্তাহে পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য বিদ্যুচ্চালিত বাস চালু করবে এমিরেটস। বিদ্যুচ্চালিত বাসটি একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, কার্বনশূন্য এ যাত্রার মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলার পরিকল্পনা এমিরেটসের।

পরিবেশ দূষণমুক্ত রাখতে প্লাস্টিক স্ট্রয়ের পরিবর্তে কাগজ ও কাঠের বিকল্প আনয়ন ছিল এমিরেটসের অন্যতম প্রধান উদ্যোগ। এছাড়া ২৮টি প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার করে ইকোনমি ক্লাসের জন্য টেকসই কম্বল তৈরি করেছে এমিরেটস।

পাশাপাশি এ বছর ইকোনমি ক্লাসের জন্য ক্রাফট কাগজ থেকে তৈরি অ্যামেনিটি কিটের প্রচলন করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে এমিরেটস জানায়, সম্পদ ব্যয় সাশ্রয়ের জন্য প্রতিটি পণ্যের দিকেই নজর রয়েছে এমিরেটসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *