পর্যটন শিল্প উন্নয়ন

তিন লাখের বেশি হোটেল কক্ষ নির্মাণ করবে সৌদি

স্টাফ রিপোর্টার

পর্যটন শিল্প উন্নয়নের জন্য আতিথেয়তা ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে ৩ লাখ ১০ হাজারটি হোটেল কক্ষের নির্মাণকাজ সম্পন্নের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশটি। খবর আরব নিউজ।

বৈশ্বিক আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির পরামর্শক সংস্থা নাইট ফ্র্যাংকের তথ্য বলছে, ৩ লাখ ১০ হাজারটি হোটেল কক্ষের নির্মাণকাজ সম্পন্নে ব্যয় হবে প্রায় ১১ হাজার কোটি ডলার। এ বিষয়ে নাইট ফ্র্যাংকের আতিথেয়তা, পর্যটন ও অবসর বিভাগের প্রধান কর্মকর্তা তুরাব সালিম বলেন, এ পরিকল্পনা সৌদির জন্য নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করবে। অঞ্চলটির বৃহত্তম হোটেল সরবরাহ পাইপলাইন এটি। এর মাধ্যমে সৌদি আরব আতিথেয়তার স্বর্ণযুগে ধাবিত হবে।

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। তবে সম্প্রতি দেশটি জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। এর জের ধরে ভিশন ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে আতিথেয়তা ও পর্যটন শিল্প উন্নয়ন করছে দেশটি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদির মোট ব্র্যান্ডের হোটেলের সংখ্যা ৬১ হাজার ৪০০টিতে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *