৯ মাস নিষিদ্ধ আফ্রিকার জাতীয় দলের ক্রিকেটার
ডোপিংয়ে জড়িয়ে পড়ে আইসিসি কর্তৃক ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার জুবায়ের হামজা। এই ৯ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। আইসিসি অ্যান্টি ডোপিং কোড ভঙ্গ করার দায়ে এই শাস্তি দেয়া হলো তাকে।
গত ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পার্লে অ্যান্টি ডোপিং ইউনিটের কাছে পরীক্ষার জন্য স্যাম্পল দেন তিনি। সেই স্যাম্পল পরীক্ষা করে এর মধ্যে নিষিদ্ধ সাবস্ট্যান্স পাওয়া গেছে। যেটা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং (ওয়াডা) কর্তৃক নির্ধারিত সেকশন ৫ এর সঙ্গে মিলে যায়।
জুবায়ের হামজা নিজেও এই অপরাধ স্বীকার করেছেন। তবে এ নিয়ে তার মধ্যে কোনো অবহেলা কিংবা চিহ্নিত কোনো ভুল করেননি। এ কারণে মাত্র ৯ মাসের শাস্তি দেয়া হয়েছে। তবে, এই শাস্তি শুরু হবে ২২ মার্চ থেকে। ওইদিনই প্রাথমিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার ওপর।
এর অর্থ, ৯ মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ২২ ডিসেম্বর থেকে জুবায়ের হামজা আবার ক্রিকেটে ফিরতে পারবেন। শুধু তাই নয়, ১৭ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত জুবায়ের হামজার সব ধরনের ব্যক্তিগত পারফরম্যান্সকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছে।