ইউক্রেনে যুদ্ধ: চীনে রেলযোগে গাড়ির চালান স্থগিত বিএমডব্লিউ ও অডির
স্টাফ রিপোর্টার
জার্মানি থেকে চীনে রেলযোগে গাড়ির চালান স্থগিত করেছে বিএমডব্লিউ ও ফক্সওয়াগনের অডি। ইউক্রেনে যুদ্ধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি। বিএমডব্লিউ রাশিয়ায় গাড়ি রফতানি বন্ধ এবং দেশটিতে উৎপাদন বন্ধের ঘোষণা দেয়ার প্রায় দুই মাস পর এ স্থগিতের ঘোষণা এল। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সিল্ক রোড ও ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়েতে সাময়িকভাবে গাড়ি রফতানি স্থগিত করা হয়েছে। সরবরাহে নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও এ বিষয়ে অডি, বিএমডব্লিউ ও ফক্সওয়াগন মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি। রয়টার্স