ফ্লাইটে ক্যাটারিং পরিষেবা সীমিত করছে লুফথানসা

স্টাফ রিপোর্টার

ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়ে যাওয়া কিছু ফ্লাইটে খাবার সরবরাহের পরিষেবা কমিয়ে এনেছে লুফথানসা। ক্যাটারিংসংক্রান্ত কর্মীস্বল্পতায় এ পদক্ষেপ নিয়েছে জার্মান রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর রয়টার্স।

লুফথানসার একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, এ পদক্ষেপের অর্থ হলো ফ্রাঙ্কফুর্টে আসা এবং এখান থেকে যাওয়া ফ্লাইটে ইকোনমি ক্লাসে ক্যাটারিং পরিষেবা দেয়া হবে না। তবে বিজনেস ক্লাস ও দূরপাল্লার ফ্লাইটে এ পরিষেবা অব্যাহত থাকবে।

লুফথানসায় ক্যাটারিং পরিষেবা সরবরাহ করে গেট গুরমেট। সংস্থাটির মালিকানা প্রতিষ্ঠান গেটগ্রুপের একজন মুখপাত্র বলেন, সমস্যাটি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া অল্পসংখ্যক ফ্লাইটের মধ্যে সীমাবদ্ধ। এ সমস্যা সমাধানেরও উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *