নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগালকে হারাতে পারেনি ইতালি। উয়েফা নেশনস লিগের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।

ইতালির মিলানের সান সিরোয় শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৩ এর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে নিজেদের মাঠে ইতালিকে ১-০ গোলে হারিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল।

এই ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথম দল হিসেবে নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পর্তুগালকে আর কেউ টপকাতে পারবে না।

৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালি তাদের চার ম্যাচই খেলে ফেলেছে। ১ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগে অবনমন হয়ে যাওয়া পোল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।

ঘরের মাঠে পর্তুগালের রক্ষণে একের পর এক আক্রমণ করে গেছে ইতালি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

অন্যদিকে পর্তুগালের খেলোয়াড়রা ইতালির রক্ষণে তেমন ভীতিই ছড়াতে পারেননি। ইতালির গোলরক্ষককে মাত্র একটি সেভ করতে হয়েছে।

এই ম্যাচ দিয়ে ইতালির হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। মাত্র সপ্তম খেলোয়াড় হিসেবে দেশের হয়ে ম্যাচ খেলার সেঞ্চুরি করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *