বাণিজ্য সম্মেলনে কলকাতায় টিপু মুনশি

স্টাফ রিপোর্টার

ষষ্ঠবারের মতো আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গে পৌঁছেছে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। মঙ্গলবার (১৯) কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎও করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

রাজ্যে সবশেষ বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০১৯ সালে দীঘায়। এরপর করোনার কারণে দু’বছরের বিরতি। এ কারণে এবারের আয়োজনে কোনো খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। আগামী ২০ ও ২১ এপ্রিল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।

গতবার ৩৫টি দেশের প্রায় চার হাজার প্রতিনিধি বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছিলেন, এদের মধ্যে বিদেশি প্রতিনিধি ছিলেন অন্তত ৪৫০ জন। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নবান্ন সূত্রের খবর, বাণিজ্য সম্মেলনের শুরুর চার দিন আগেই যুক্তরাজ্য জানিয়েছে, তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী। তাই নিজেদের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিনিধি দল পাঠাচ্ছে দেশটি। রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীনও।

আগের পাঁচটি সম্মেলনে সব মিলিয়ে প্রায় ১২ লাখ ৩৬ হাজার কোটি রুপির বিনিয়োগ পেয়েছে পশ্চিমবঙ্গ। এখন দেখার বিষয়, করোনা আবহের পর এবারের বাণিজ্য সম্মেলন থেকে কতটা লক্ষ্যপূরণে সক্ষম হন মমতা ব্যানার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *