ইসলামী ব্যাংক নওয়াবপুর রোড শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নওয়াবপুর রোড কর্পোরেট শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) ঢাকার ফার্স হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনউদ্দিন। সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ। স্বাগত বক্তব্য দেন শাখার ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন। এ সময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম ও মো: হাবীবুর রহমান; শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।