যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি কমেছে
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পতন হয়েছে। এ সময়ে গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমেছে। তুমুল ভোক্তা চাহিদা সত্ত্বেও বিশ্বজুড়ে চিপ ঘাটতির কারণে উৎপাদন নিম্নমুখী হওয়ায় বিক্রি কমেছে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। খবর এপি।
বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে জানুয়ারি-মার্চ সময়ে জেনারেল মোটরসের (জিএম) গাড়ি বিক্রি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ। যেখানে টয়োটার ১৫ শতাংশ, স্টেলান্টিসের ১৪ শতাংশ, নিশানের প্রায় ৩০ শতাংশ, হোন্ডার ২৩ শতাংশ এবং হুন্দাইয়ের গাড়ি বিক্রি কমেছে ৪ শতাংশ।
গাড়ি বিক্রি কমার পেছনে বেশির ভাগ নির্মাতা প্রতিষ্ঠান চিপ ঘাটতির বিষয়টি উল্লেখ করেছেন। মহামারীর শুরু থেকেই বিশ্বজুড়ে গাড়ির অত্যাবশ্যকীয় এ উপাদানের ঘাটতি চলছে। এ সংকটের কারণে দুই বছর ধরে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে। এ অবস্থায় ভোক্তা পর্যায়ে তুমুল চাহিদা সত্ত্বেও গাড়ি উৎপাদন বাড়াতে পারেনি প্রতিষ্ঠানগুলো। অনেক নির্মাতা চলতি বছরের মধ্যে চিপ ঘাটতির সংকট উন্নত হওয়ার আশা করছে। বিশেষ করে বছরের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। যদিও ইউক্রেনে রুশ আগ্রাসন সরবরাহ ব্যবস্থায় নতুন করে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এরই মধ্যে ওয়্যার হারনেসের ঘাটতিতে পড়ে উৎপাদন কমিয়ে আনছে ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
চলতি বছরের প্রথম তিন মাসেও জিএমকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রিতে শীর্ষে রয়েছে টয়োটা। গত বছর প্রথমবারের মতো জিএমকে হারিয়ে শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট জিতেছিল সংস্থাটি। এ সময়ে জাপানি নির্মাতা প্রতিষ্ঠানটি ৫ লাখ ১৪ হাজার ৫৯২ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যেখানে জিএম গাড়ি বিক্রি করেছে ৫ লাখ ১২ হাজার ৮৪৬ ইউনিট। এছাড়া ফোর্ড ৪ লাখ ৩২ হাজার ১৩২ ইউনিট এবং টেসলা ১ লাখ ২৯ হাজার ৭৪৩ ইউনিট গাড়ি বিক্রি করেছে।
জিএমের প্রধান অর্থনীতিবিদ এলাইন বাকবার্গ একটি বিবৃতিতে বলেন, সরবরাহ ব্যবস্থা উন্নত হওয়ায় চলতি বছর গাড়ি বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। যদিও উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জ্বালানির দাম প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান জেডি পাওয়ারের ডাটা বিভাগের প্রেসিডেন্ট থমাস কিং বলেন, মার্চ গাড়ি নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এ মাসেই সংস্থাগুলোর বিপুলসংখ্যক গাড়ি বিক্রি হয়।
তবে এ সময়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে মাত্র ৯ লাখ নতুন গাড়ি বিক্রি উপযোগী ছিল। এ পরিস্থিতি বিক্রিকে কমিয়ে দিয়েছে। যদিও ভোক্তাদের তুমুল চাহিদা ও ছাড় কম থাকায় চলতি বছরের প্রথম তিন মাসে নতুন গাড়ির গড় বিক্রয় মূল্য রেকর্ড ৪৪ হাজার ১২৯ ডলারে পৌঁছেছে।