ইউক্রেন সংকটে বিলিয়নেয়ারদের সংখ্যাও কমেছে
প্রায় দেড় মাস ধরে ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিস্তৃত খাতজুড়ে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এ পদক্ষেপের মাধ্যমে দেশটির অর্থনীতিকে বিশ্ববাণিজ্য থেকে বিচ্ছিন্ন করতে চাইছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তাদের মিত্র দেশগুলো। এরই মধ্যে দেশটিতে কার্যক্রম বন্ধ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় দরপতন দেখা দেয় বৈশ্বিক পুঁজিবাজারে। ফলে পতন হয়েছে বিলিয়নেয়ারদের সম্পদও। ফোর্বস অনুসারে, গত বছরের রেকর্ড উচ্চপর্যায় থেকে মোট ৪০ হাজার কোটি ডলার হারিয়েছেন বৈশ্বিক ধনকুবেররা। সম্পদ কমার পাশাপাশি এ সময়ে বিলিয়নেয়ারদের সংখ্যাও কমে গেছে। খবর দ্য গার্ডিয়ান।
ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের বার্ষিক র্যাংকিং অনুসারে, বিশ্বজুড়ে বর্তমানে বিলিয়নেয়ারদের সংখ্যা ৮৭ জন কমে ২ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। তাদের মোট সম্পদমূল্যও ২০২১ সালের রেকর্ড ১৩ লাখ ১০ হাজার কোটি ডলার থেকে সামান্য কমেছে। বর্তমানে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২ লাখ ৭০ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন এবং এর ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার পুঁজিবাজারে বিপর্যয় দেখা দেয়। ডলারের বিপরীতে অবমূল্যায়নে দেশটির মুদ্রা রুবলের দাম তলানিতে গিয়ে ঠেকে। বিলিয়নেয়ারদের তালিকায় রুশদের সংখ্যা গত বছরের তালিকার চেয়ে ৩৪ জন কমেছে। দেশটির সব ধনকুবেরের সম্পদ অপরিবর্তিত কিংবা কমে গেছে। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ এক বছর আগের তুলনায় ২৬ হাজার কোটি ডলারেরও বেশি কমেছে।
ফোর্বস জানিয়েছে, চলতি বছর বিলিয়নেয়ারের সংখ্যা ২ হাজার ৭৫৫ থেকে কমে ২ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। এক বছরের ব্যবধানে এ কমার হার ২০০৯ সালের আর্থিক সংকটের পর সবচেয়ে বড়। যদিও ২০২১ সালে বিশ্বজুড়ে পুঁজিবাজারগুলোয় উল্লম্ফন বিলিয়নেয়ারের সংখ্যা ৬০০ জনেরও বেশি বাড়িয়ে দিয়েছে। ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ধনী হিসেবে জায়গা করে নিয়েছেন ইলোন মাস্ক। বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স প্রধানের সম্পদ গত বছরের চেয়ে বেড়েছে। ইলোন মাস্কের সম্পদ ৬ হাজার ৮০০ কোটি ডলার বেড়ে ২১ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছেছে। তবে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা জেফ বেজোসের সম্পদ কিছুটা কমে গেছে। শেয়ারের দাম ও দাতব্য প্রতিষ্ঠানে অনুদানের কারণে অ্যামাজনের এ প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১৭ হাজার ১০০ কোটি ডলারে নেমে এসেছে।
চলতি বছর র্যাংকিং থেকে বাদ পড়াদের মধ্যে ১৬৯ জনই ছিলেন ২০২১ সালে নতুন যুক্ত হওয়া। তাদের মধ্যে রয়েছেন ব্যায়ামের উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান পেলোটনের জন ফোলি ও ডেটিং অ্যাপ বাম্বলের হুটনি উলফ হার্ড। এছাড়া পপ তারকা রিহান্না, লর্ড অব দ্য রিংস সিরিজের পরিচালক পিটার জ্যাকসন ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট জোশুয়া কুশনারসহ প্রায় ২৩৬ জন প্রথমবারের মতো বিলিয়নেয়ারের ক্লাবে যুক্ত হয়েছেন। বার্বাডোস, বুলগেরিয়া, এস্তোনিয়া ও উরুগুয়ে থেকে প্রথমবারের মতো বিলিয়নেয়ার হয়েছে।
ধনীদের একটি জোট মিলিয়নেয়ার ফর হিউম্যানিটি বৈষম্য মোকাবেলায় অতি-ধনীদের ওপর বৈশ্বিক সম্পদ কর আরোপের আহ্বান জানিয়েছে। সংস্থাটি ফোর্বসের এ তালিকাকে ‘সমাজের মুখে এক থাপ্পড়’ হিসেবে অভিহিত করেছে। ডেনমার্কের মাল্টিমিলিয়নেয়ার ব্যবসায়ী এবং এ উদ্যোগের প্রতিষ্ঠাতা জাফফার শ্যালচি বলেন, ফোর্বসের ধনী তালিকাটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা অসম এক পৃথিবীতে বসবাস করছি। যেখানে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মহামারীর প্রভাব মোকাবেলা করে বেঁচে থাকার জন্য লড়াই করছে। অনেকে তাদের চাকরি হারিয়েছে এবং চরম দারিদ্র্যে নিমজ্জিত হয়েছে। এমন পরিস্থিতিতেও ধনী ব্যক্তিরা সম্পদের উল্লম্ফন দেখতে সক্ষম হয়েছেন। এটি মানবতার প্রতি অপমান। এ দাবিরও অপমান যে আমরা সবাই একসঙ্গে আছি।