সেমিতে এক পা দিয়ে রাখলো লিভারপুল

স্টাফ রিপোর্টার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়েই রাখলো ইংলিশ ক্লাব লিভারপুল। মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আগামী বুধবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

দলকে সহজ জয়ে এনে দেওয়া ম্যাচে লিভারপুলের হয়ে গোল তিনটি করেছেন ইব্রাহিমা কোনাতে, সাদিও মানে এবং লুইস দিয়াজ। স্বাগতিকদের পক্ষে একটি গোল শোধ করেছেন ডারউইন নুনেজ।

বেনফিকার মাঠে খেলতে গিয়ে পূর্ণ আধিপত্যই বিস্তার করেছে লিভারপুল। পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য অন্তত ১৭টি শট করেছে অলরেডরা। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্য বরাবর, গোলের দেখা মিলেছে তিনটিতে।

প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ১৭ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার কোনাতে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের হয়ে এটিই তার প্রথম গোল।

ম্যাচের প্রথমার্ধে আরও একটি গোল পায় লিভারপুল। এবার স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। ম্যাচের ৩৪ মিনিটের সময় ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কাছ থেকে পাওয়া বল মানের উদ্দেশ্যে বাড়িয়ে দেন লুইস দিয়াজ। বাকি কাজ সহজেই সারেন সাদিও মানে।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৪৯ মিনিটের মাথায় ব্যবধান কমান বেনফিকার ডারউইন নুনেজ। এর ১১ মিনিট পর ফের গোল পেতে পারতো বেনফিকা। তবে ব্রাজিলিয়ান এভারটনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।

নির্ধারিত সময় তিন মিনিট বাকি থাকতে লিভারপুলের শেষ গোলটি করেন লুইস দিয়াজ। নাবি কেইটার থ্রু বল ধরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাম পায়ের নিখুঁত শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *