সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ হবে
চলতি বছর সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদির বেসরকারি সংস্থা জাদওয়া ইনভেস্টমেন্ট জানিয়েছে, সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। পাশাপাশি জ্বালানি তেলবহির্ভূত খাতেও প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া দেশে বেকারত্বের হারও কমেছে। ফলে সব মিলিয়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে। খবর দ্য ন্যাশনাল।
জাদওয়ার এক প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির পূর্বাভাস বলছে, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৭ শতাংশ হতে পারে। গত বছর দেশটির প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ দশমিক ২ শতাংশ। মূলত জ্বালানি তেল খাতে প্রবৃদ্ধি হওয়ার ফলে দেশটির অর্থনীতি বাড়বে বলে জানিয়েছে জাদওয়া।
জ্বালানি তেলের দেশীয় পণ্যের প্রবৃদ্ধি ১৫ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে ধারণা করছে জাদওয়া ইনভেস্টমেন্ট। জ্বালানি তেলবহির্ভূত খাতের ক্ষেত্রে এ প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৪ শতাংশ।