জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৪৪০ কোটি ডলার বিনিয়োগের করবে জার্মানি

স্টাফ রিপোর্টার

জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৪৪০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে জার্মানি। দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী স্টেফি লেমকে বলেন, এ পদক্ষেপ কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে জার্মানির যে লক্ষ্য তার দিকে আরো এক ধাপ অগ্রগতি। খবর ডয়চে ভেলে।

পরিবেশবিষয়ক মন্ত্রী স্টেফি লেমকে জানান, জার্মানিতে এখন যে জীববৈচিত্র্য বিদ্যমান, তাকে আরো শক্তিশালী করতে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করাই নতুন এ পরিকল্পনার উদ্দেশ্য। তিনি বলেন, এভাবে কাজ করার মাধ্যমেই আমরা জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব। এর মাধ্যমে ২০৪৫ সালের মধ্যে জলবায়ু নিরপেক্ষ দেশ হওয়া সম্ভব, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ রেখে যাওয়াও সম্ভব। লেমকে বলেন, প্রকৃতির বিরুদ্ধে কাজ করা বন্ধের বিষয়ে এখনই চূড়ান্ত সময়।

পুরো পরিকল্পনাটি এ বছরই প্রকাশ করা হবে। লেমকে কর্মপরিকল্পনাকে পাঁচটি ক্ষেত্রে ভাগ করেছেন। এর মধ্যে রয়েছে, জলাভূমিগুলোকে রক্ষা করা। নদী, হ্রদ, পুকুরসহ সব ধরনের জলাভূমিকে বিলীন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো। কারণ জীববৈচিত্র্য রক্ষায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিকল্পনায় জলাভূমির পাশাপাশি বনভূমি রক্ষাকেও গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া আরবান ক্লাইমেট প্রটেকশন পরিকল্পনার অংশ হিসেবে জার্মানির শহরগুলোয় দেড় লাখের বেশি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি শহরের পার্কগুলোকেও বিশেষ নিরাপত্তা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *