ঈদে আসছে এপেক্সের ১৫০০ নতুন ডিজাইন

স্টাফ রিপোর্টার

এবারের ঈদে নতুন কালেকশন নিয়ে এসেছে দেশের ফ্যাশন ব্র্যান্ড এপেক্স। ‘সব ভুলে ঈদ হোক দিল খুলে’ শিরোনামে এপেক্স ঈদ ক্যাম্পেইন চলবে প্রথম রমজান থেকে।

শুক্রবার (১ এপ্রিল) এ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেলিব্রেটিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, মহাব্যবস্থাপক (জিএম) সাগ্নিক গুহ ও চিফ ম্যানুফ্যাকচারিং অফিসার রামচন্দ্রন জয়প্রকাশ।

অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যার, অ্যাপারেল ও অ্যাকসেসরিজের বিভিন্ন পণ্য দেখানো হয়। এসময় একপাশে আকর্ষণীয় ফটোবুথ স্থাপন করা হয়। যেখানে আগত অতিথিদের ছবি তোলার সুযোগ ছিল। ছবি তুলে হ্যাশট্যাগ এপেক্স স্টাইলগিরি লিখে সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে ১০ জন স্টাইলিশ দর্শক পুরস্কার জেতেন।

এবারের ঈদে এপেক্সের নিজস্ব ব্র্যান্ড ভেনচুরিনি, ম্যাভরিক, স্প্রিন্ট, মুচি, নিনো-রসি ও টুইঙ্কলারের ১৫০০টি নতুন ডিজাইন বাজারে এনেছে ছোট বড় সবার জন্য। যা দেশজুড়ে এপেক্সের সব স্টোরে পাওয়া যাচ্ছে।

অ্যাপেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদ বাঙালির জন্য সবচেয়ে আনন্দের উৎসব। এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবছরের মতো এবারও এপেক্স ভক্তদের জন্য রেকর্ড সংখ্যক নতুন কালেকশন নিয়ে এসেছে। আশা করি সব শ্রেণি ও পেশার মানুষের এবারের ঈদ কালেকশন ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *