ব্রাজিলে ৫০ শতাংশ আয় বাড়ানোর লক্ষ্য সিটিগ্রুপের
স্টাফ রিপোর্টার
ব্রাজিলের কার্যক্রম থেকে আয় বাড়ানোর লক্ষ্য নিয়েছে সিটিগ্রুপ। আগামী তিন বছরে দেশটি থেকে আয় ৫০ শতাংশ বাড়াতে চায় মার্কিন বিনিয়োগ ব্যাংকটি। সিটির ব্রাজিলের প্রধান নির্বাহী মার্সেলো ম্যারেনগন বলেন, চলতি বছরের প্রথম দিকেও একীভূতকরণ ও অধিগ্রহণসংক্রান্ত পরামর্শকমূলক পরিষেবার চাহিদা শক্তিশালী রয়েছে।
ঋণদাতা প্রতিষ্ঠানটি কয়েক বছরের মধ্যে দক্ষিণ আমেরিকার দেশটিতে খুচরা ব্যাংকিং ব্যবসায় ফিরে যাওয়ার আশা করছে না। ২০১৬ সালে সিটিগ্রুপ ব্রাজিলে খুচরা ব্যাংকিং কার্যক্রম বন্ধ করেছিল। রয়টার্স