রাশিয়ায় ফ্লাইট অব্যাহত রাখবে এমিরেটস
স্টাফ রিপোর্টার
ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ফ্লাইট স্থগিত করেছে বিভিন্ন এয়ারলাইনস। তবে এমন পরিস্থিতিতেও রাশিয়ায় ফ্লাইট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এমিরেটস। মালিকানা কর্তৃপক্ষ নিষেধ না করা পর্যন্ত ফ্লাইট চালু রাখার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। ইউএই পশ্চিমা মিত্র ও রাশিয়ার মধ্যে কোনো পক্ষ বেছে নিতে অস্বীকার করেছে এবং ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞায় যুক্ত হয়নি। রয়টার্স