তোশিবা বিভক্তে সমর্থন ৪০ শতাংশ শেয়ারহোল্ডারের

স্টাফ রিপোর্টার

দুই ভাগে বিভক্ত হয়ে ব্যবসা পরিচালনার পরিকল্পনা করেছে তোশিবা। তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন মাত্র ৩৯ দশমিক ৫৩ শতাংশ শেয়ারহোল্ডার। যেখানে অংশীদারিত্ব ক্রয়প্রস্তাবের সুযোগ খোঁজার জন্য পৃথক একটি আহ্বানে ৪৪ দশমিক ৬০ শতাংশ শেয়ারহোল্ডার সমর্থন দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত একটি সভায় ব্যবসাকে আলাদা করে পুনর্গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে। খবর রয়টার্স।

যেকোনো প্রস্তাব পাসের জন্য ৫০ শতাংশ শেয়ারহোল্ডারের সমর্থনের প্রয়োজন। ডিভাইস ব্যবসা আলাদা করার পরিকল্পনায় প্রায় ৬০ শতাংশ ভোটই ছিল বিপক্ষে। তোশিবার তিনটি বৃহত্তম শেয়ারহোল্ডার, প্রক্সি শেয়ারহোল্ডারসহ এ পরিকল্পনা ব্যাপক বিরোধিতার মুখে পড়ে।

ব্যবসা বিভক্ত করার প্রস্তাবের বিপক্ষে ৫৫ শতাংশ ভোট এসেছে সিঙ্গাপুরভিত্তিক থ্রিডি ইনভেস্টমেন্ট পার্টনার থেকে। সংস্থাটি ইফিসিমো ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরই তোশিবার দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার। প্রতিষ্ঠানটি প্রাইভেট ইক্যুইটি ক্রয়প্রস্তাবের সুযোগ খোঁজা কিংবা সংখ্যালঘু বিনিয়োগের আহ্বান জানিয়েছে। থ্রিডির এ প্রস্তাবে অন্যান্য সক্রিয় শেয়ারহোল্ডারের সমর্থন ছিল।

গত নভেম্বরে স্বাধীন তিনটি প্রতিষ্ঠানে বিভক্ত হওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল তোশিবা। জ্বালানি ও অবকাঠামো, ডিভাইস এবং ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবসা আলাদা তিনটি প্রতিষ্ঠানে বিভক্ত করার পরিকল্পনা করা হয়। পরবর্তী সময়ে গত মাসে শেয়ারহোল্ডারদের বাধার মুখে পরিকল্পনা সংশোধন করে কেবল ডিভাইস ব্যবসা আলাদা করার ঘোষণা দেয় তোশিবা। এর মধ্যে চিপ ইউনিটও অন্তর্ভুক্ত। পরিকল্পনাটি ২০২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধে বাস্তবায়ন করার কথা জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *