কমেছে ব্রাজিলের কফি রফতানি
ফেব্রুয়ারিতে ব্রাজিলের কফি রফতানি কমেছে। অব্যাহত রশদ সংকট বিদেশের বাজারে কফি সরবরাহে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এ মাসে। কফি রফতানিকারকদের সংগঠন সিক্যাফে এ তথ্য জানিয়েছে।
সিক্যাফে বলছে, গত মাসে দক্ষিণ আমেরিকার এ দেশ ৩৪ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ১৩২ পাউন্ড) কফি রফতানি করে। গত বছরের একই মাসের তুলনায় রফতানি কমেছে ১৩ দশমিক ৬ শতাংশ।
ব্রাজিল বিশ্বের শীর্ষ অ্যারাবিকা কফি রফতানিকারক। গত মাসে এ জাতের কফি রফতানি ১০ দশমিক ২ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ ব্যাগে। অন্যদিকে রোবাস্তা কফি রফতানি ৫৮ দশমিক ৬ শতাংশ কমে ১ লাখ ২৯ হাজার ৮০৯ ব্যাগে নেমেছে। গুঁড়ো, ঝলসানো ও মিশ্রণযোগ্য কফি রফতানি ৫ দশমিক ৪ শতাংশ কমে ২ লাখ ৯৪ হাজার ৭১৩ ব্যাগে নেমেছে।
সিক্যাফের প্রেসিডেন্ট নিকোলাস রয়ডা বলেন, কন্টেইনার ও জাহাজীকরণ সক্ষমতার অভাবে কয়েক মাস ধরেই নিম্নমুখী ব্রাজিলের কফি রফতানি। সাম্প্রতিক সপ্তাহগুলোয় পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। তবে প্রতিবন্ধকতা কাটাতে এখনো অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, কফি রফতানিতে আমরা স্বাভাবিক পরিস্থিতির তুলনায় অনেক পেছনে পড়ে। ব্যাপক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের। জাহাজে জায়গা সংকুলান না হওয়া এবং কন্টেইনার সংকটের কারণে বন্দরগুলোয় যে পরিমাণ কফির চাহিদা রয়েছে, সে পরিমাণ সরবরাহ করা যাচ্ছে না।