পাঁচ সিইও বেতন নিয়েছেন ৮২০ কোটি ডলারেরও বেশি

স্টাফ রিপোর্টার

দক্ষিণ কোরিয়ার পাঁচটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গত বছর বেতন হিসেবে গ্রহণ করেছেন সব মিলিয়ে ১০ হাজার কোটি ওন বা ৮২০ কোটি ডলার। সাম্প্রতিক প্রকাশিত তথ্য বলছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য উচ্চ বেতন ঘোষণার সুফল ভোগ করেছেন তারা। খবর কোরিয়া হেরাল্ড।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সিজে গ্রুপের চেয়ারম্যান লি জে হিউন গত বছর সবচেয়ে বেশি বেতন নিয়েছেন। তার বেতনের পরিমাণ ২ হাজার ১৮৬ কোটি ওন। ফাইন্যান্সিয়াল সুপারভাইজরি সার্ভিসের তথ্য অনুযায়ী, তার বেতন এর আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। ২০২০ সালে তার মোট আয় ছিল ১ হাজার ২৩০ কোটি ওন।

লি জে হিউনের মূল বেতন হলো ৩১০ কোটি ওন। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে শেয়ারসহ অন্যান্য সুবিধা বাবদ পেয়েছেন ৫৯০ কোটি ওন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির খাদ্য সম্পর্কিত প্রতিষ্ঠান সিজে শিয়েল জেডাং থেকে মূল বেতন হিসেবে তিনি পেয়েছেন ২৮০ কোটি ওন ও বাড়তি সুবিধা হিসেবে ৫৫০ কোটি ওন। সিজে গ্রুপের বিনোদন বিষয়ক প্রতিষ্ঠান সিজে ইএনএম থেকে তার মূল বেতন ও অন্যান্য সুবিধা হিসেবে পেয়েছেন যথাক্রমে ১৮০ ও ২৬০ কোটি ওন।

সিজে গ্রুপ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দূরদর্শিতার কারণে নভেল করোনাভাইরাসজনিত মহামারীর মধ্যেও মুনাফা অর্জন করতে পেরেছে সিজে গ্রুপ। যার ফলাফল হিসেবেই সিজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মূল বেতনের পাশাপাশি বাড়তি আয় করেছেন তিনি।

সর্বোচ্চ বেতনের প্রধান নির্বাহীর তালিকার দুই নম্বরে আছেন স্থানীয় গেম ডেভেলপার প্রতিষ্ঠান ক্রাফটনের সিইও কিম হিও সাব। ২০২১ সালে তার মোট আয় ছিল ২ হাজার ১৮৫ কোটি ওন। যার বেশির ভাগ অংশই এসেছে প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির লভ্যাংশ থেকে। ইন্ডাস্ট্রি ট্র্যাকারের তথ্য বলছে, তার মূল বেতন ছিল ১০৪ কোটি ওন। বাকি যা আয় করেছেন তার সবটাই এসেছে শেয়ার বিক্রির মাধ্যমে অর্জিত লভ্যাংশ থেকে।

এসকে গ্রুপের রাসায়নিক সম্পর্কিত প্রতিষ্ঠান এসকেসির প্রেসিডেন্ট লি ওয়ান-জায় আয় করেছেন ২ হাজার ১৩০ কোটি ওন। এ আয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। তিনিও বেতনের পাশাপাশি শেয়ার বিক্রি থেকে অর্জিত লভ্যাংশের ভাগ পেয়েছেন। তার মূল বেতন গত বছর ছিল ৬ হাজার ১৬০ কোটি ওন। তিনি এসকেসিতে ১ লাখ ২১ হাজার ৯০৮টি শেয়ার বিক্রি করেছেন যার প্রতিটির দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ডলার।

এর পরই আছেন লোটে গ্রুপের চেয়ারম্যান শিন ডং-বিন। তিনি লোটে করপোরেশন ও এর পাঁচটি অঙ্গ প্রতিষ্ঠান থেকে সব মিলিয়ে দেড় হাজার কোটি ওন বেতন নিয়েছেন। এর মধ্যে ৩৫০ কোটি ওন লোটে করপোরেশন থেকে, ৫৯০ কোটি ওন লোটে কেমিক্যাল থেকে, ১৫০ কোটি ওন লোটে শপিং থেকে, ১৯০ কোটি ওর লোটে কনফেকশনারি থেকে এবং ১১০ কোটি ওন পেয়েছেন লোটে চিলসাং থেকে। এখনো লোটের অনেকগুলো অঙ্গপ্রতিষ্ঠান তাদের প্রতিবেদন প্রকাশ করেনি। তাই ধারণা করা হচ্ছে সব মিলিয়ে শিন বেতন নিয়েছেন ১ হাজার ৮০০ কোটি ওনের মতো।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন এস কে বায়োফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছো জিয়ং উ। গত বছর তার বার্ষিক আয় ছিল ১ হাজার ১৭০ কোটি ওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *