রাশিয়ায় রফতানি স্থগিত করেছে এলজি

স্টাফ রিপোর্টার

রাশিয়ায় পণ্যের চালান স্থগিত করেছে এলজি ইলেকট্রনিক্স। সমুদ্রপথে পণ্য পরিবহনে প্রতিবন্ধকতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর ইয়োনহাপ।

একটি বিবৃতিতে এলজি জানিয়েছে, রাশিয়ায় প্রতিষ্ঠানটির সব চালান স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বলেছে, আমরা সব মানুষের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এলজি মানবিক ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সমুদ্রপথে বিশ্বের প্রধান পণ্য পরিবহন করা সংস্থাগুলো রাশিয়ায় কার্যক্রম স্থগিত করায় লজিস্টিকস বাধা তৈরি হয়েছে। জার্মানির হ্যাপাগ-লয়েড এজি ও ডেনমার্কের মায়েরস্ক ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় দেশটিতে শিপিং পরিষেবা স্থগিত করেছে।

এলজি জানিয়েছে, মস্কোর পশ্চিমে রুজা শহরে সংস্থাটির গৃহস্থালি জিনিসপত্র ও টিভি উৎপাদন কারখানা এখনো চালু রয়েছে। তবে যন্ত্রাংশ ঘাটতি তৈরি হলে উৎপাদন বন্ধের মুখে পড়তে পারে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেক্ট্রনিক্সও একই ধরনের প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে রাশিয়ায় চালান স্থগিত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *