পোশাক শ্রমিকও পাবেন টিসিবির পণ্য
পোশাক শ্রমিকদের বেতন ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, স্বল্প মূল্যে নিত্যপণ্য শ্রমিকের কাছে পৌঁছে দিতে পোশাক শ্রমিকদের জন্য ৪০ জায়গায় টিসিবি পণ্য দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল আমারিতে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, গত ২ থেকে ৩ বছরে করোনাকালে আমরা শ্রমিকদের বেতন বাড়িয়েছি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সময়েই তাদের বেতন অনেক বাড়িয়েছি। নিয়ম অনুসারে বছরে ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ হওয়ার কথা। কিন্তু আমরা ৫ শতাশ নয়, ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শ্রমিকের বেতন বৃদ্ধি করেছি।
তিনি বলেন, কম দামে শ্রমিকরা যেন নিত্যপণ্য কিনতে পারেন এজন্য পোশাক শ্রমিকদের টিসিবির পণ্য দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদনের পেক্ষিত মন্ত্রী জানিয়েছেন, শ্রমিকদের জন্য ৪০ পয়েন্টে টিসিবির গাড়ি দেওয়া হবে। পাশাপাশি টিসিবির ট্রাক যাতে রাত ৮টা পর্যন্ত থাকে সে বিষয়েও কথা বলেছি আমরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেশের তৈরি পোশাক খাতে প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, রাশিয়ায় এক বিলিয়ন ডলার পোশাক রপ্তানির টার্গেট নিয়ে শঙ্কা রয়েছে। তবে সরকারের সহযোগিতায় আমরা অন্যান্য দেশে রপ্তানি করে সেটা পোষাতে চাই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পোশাক খাতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।