ইউএইর ব্যাংক খাতের সম্পদ বাড়ার আশা
লতি বছর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাংকিং খাতের সম্পদ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের জের ধরেই সম্পদ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এ পরিপ্রেক্ষিতে ইউএইর ব্যাংকগুলোর নিট সুদ আয় বাড়ার প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। খবর খালিজ টাইমস।
এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য আর্থিক পরিষেবার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কর্মকর্তা আসাদ আহমেদ বলেন, এ বছর নিট সুদ আয় (এনআইআই) বাড়ায় মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হবে ইউএইর সুদের হারও। প্রতিবেদনে বলা হয়, নতুন ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো সতর্ক থাকবে।চলতি বছর মার্চে শুরু করে ফেডারেল রিজার্ভের সুদের হার ছয়বার বাড়ানোর পূর্বাভাস দিয়েছেন এসঅ্যান্ডপির অর্থনীতিবিদরা।