পশ্চিমা গণমাধ্যমের দ্বৈতনীতি নিয়ে ক্ষোভ ঝারলেন আলি ফারাগ
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা গণমাধ্যমের দ্বৈতনীতি নিয়ে এবার ক্ষোভ ঝারলেন বিশ্বের এক নম্বর স্কোয়াশ খেলোয়াড় আলি ফারাগ। মিসরের এই অ্যাথলেট মনে করেন, পশ্চিমা মিডিয়া বিশ্বের সব জায়গার নিপীড়ন কভার করে না।
গত শনিবার অপটাসিয়া চ্যাম্পিয়নশিপ জিতে বিজয়ীর বক্তব্যে ফিলিস্তিন ইস্যু সামনে আনেন আলি ফারাগ। ৭৪ বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে নির্মমতা চালাচ্ছে, মিডিয়া দিনের পর দিন সেটা আড়াল করে গেছে মনে করিয়ে দিলেন তিনি।
হঠাৎ করে ইউক্রেন ইস্যুতে খেলোয়াড়রাও কথা বলছেন। কিন্তু তাদের এখন আর এটা বলতে বাধা দেওয়া হচ্ছে না। এই বিষয়টিকেও দ্বৈত নীতি মনে করছেন ফারাগ।
মিসরীয় এই তারকা খেলোয়াড় বলেন, ‘আমাদের রাজনীতি এবং খেলাধুলা নিয়ে একসঙ্গে কথা বলতে দেওয়া হতো না। হঠাৎ করেই এটার অনুমোদন দেওয়া হয়েছে। আর এখন যেহেতু কথা বলাই যায় (খেলা আর রাজনীতি একসঙ্গে) আশা করি, মানুষ বিশ্বের সব জায়গার নিপীড়নের দিকেই নজর দেবে।’
ফারাগ পরিষ্কার করেন, ‘আমি বলতে চাচ্ছি যে ফিলিস্তিনিরা গত ৭৪ বছর ধরেই এমন অবস্থার (ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসন) মধ্য দিয়ে যাচ্ছে।’
পশ্চিমা গণমাধ্যমকে রীতিমত ধুয়ে দিয়েছেন ফারাগ। তার মতে, পশ্চিমা মিডিয়া সাধারণত ফিলিস্তিনের সংঘাত নিয়ে কথা বলতে চায় না, কারণ এটা তাদের বর্ণনার সঙ্গে খাপ খায় না।
‘কিন্তু এখন যেহেতু আমরা ইউক্রেন সম্পর্কে কথা বলতে পারি, তাই আমরা ফিলিস্তিনিদের সম্পর্কেও বলতে পারি’-প্রতিবাদী কন্ঠস্বর মিসরীয় অ্যাথলেটের।