গম ও ময়দা রফতানি নিষিদ্ধ করল মিসর
তিন মাসের জন্য গম, ময়দা ও পাস্তা রফতানি নিষিদ্ধ করেছে মিসর। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি। অভ্যন্তরীণ চাহিদা মেটানো ও দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধি মোকাবেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
২০২০-২১ সালে বিশ্বের শীর্ষ গম আমদানিকারক দেশের তালিকায় ছিল মিসর। দেশটির আমদানীকৃত গমের অধিকাংশই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। দেশ দুটি থেকে আমদানীকৃত গমের পরিমাণ ছিল ১২৫ লাখ টন। ফেব্রুয়ারিতে মিসরে মূল্যস্ফীতি এক বছর আগের চেয়ে বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে। এক বছর আগে এ সময়ে মিসরে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৪ দশমিক ৯ শতাংশ। খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির এ বৃদ্ধি দেখা যায়। বিশেষ করে সবজি, রুটি ও শস্যের দাম এ সময়ে বেশি বাড়ে।
বর্তমানে পাঁচটি রুটির দাম প্রায় ৭ ইজিপশিয়ান পাউন্ড ৫০ পিয়াস্ত্রে (ইজিপশিয়ান পাউন্ডের একক) বা ৪৮ মার্কিন সেন্ট। এক সপ্তাহ আগে সমপরিমাণ রুটির দাম ছিল ৫ ইজিপশিয়ান পাউন্ড। এ সময় ভর্তুকিযোগ্য রুটির দাম দাঁড়িয়েছে ৫ ইজিপশিয়ান পাউন্ড। তবে সরকার বলছে এটির দামও বাড়তে পারে।
মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মেদবুলি বলেন, আগামী চার মাসের জন্য চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গমের সরবরাহ রয়েছে দেশটিতে। এপ্রিলের মাঝামাঝি গম রোপণের সময় শুরু হবে। সুতরাং চলতি বছরের শেষ সময়ের আগে আমদানীকৃত গমের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।