তেল ও গ্যাস খাতে ভারতের বিনিয়োগ চায় রাশিয়া

স্টাফ রিপোর্টার

নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রাশিয়া। বলতে গেলে দু-চারটা দেশ বাদে আন্তর্জাতিক পরিসরে এখন অনেকটাই একা দেশটি। এ অবস্থায় দেশটি নিষেধাজ্ঞার কবলে পড়া তেল ও গ্যাস ক্ষেত্রে ভারতের বিনিয়োগ আরো গভীর করার আহ্বান জানিয়েছে।

এছাড়া এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনে আগ্রাসন ইস্যুতে পশ্চিমাদের দেয়া ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল দেশটির অন্যতম বৃহৎ অস্ত্রক্রেতা দেশ ভারত। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে থাকা পশ্চিমা দেশগুলোর কেউ কেউ ইউক্রেনে হামলার নিন্দা জানাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে ভারতে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ বিষয়ে একটি বিবৃতি দেয়। এতে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ভারতে রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম রফতানি ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ অংক আরো বাড়ানোর সুযোগ রয়েছে।

ভারতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদিপ সিং পুরীকে উদ্দেশ করে নোভাক আরো বলেন, আমরা রাশিয়ার তেল ও গ্যাস খাতে ভারতের বিনিয়োগ আরো আকৃষ্ট করতে এবং ভারতে রাশিয়ার কোম্পানিগুলোর বিক্রয় নেটওয়ার্ককে আরো সম্প্রসারণ করতে আগ্রহী।

চলতি সপ্তাহে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া ব্রিটেন বলেছে, এটি বছরের শেষ নাগাদ পুরো বন্ধ হয়ে যাবে। এসব সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার আরো অস্থির করে তোলার আশঙ্কা করা হচ্ছে। কেননা রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *