মালয়েশিয়ার রাবার খাতে আয় বেড়েছে

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ার রাবার ও রাবারজাত পণ্য রফতানি গত বছর যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বিন্দু স্পর্শ করে। ২০২১ সালে দেশটির রাবার ও রাবারজাত পণ্য রফতানির পরিমাণ ছিল ৭ হাজার ১০০ কোটি রিঙ্গিত (৪ হাজার ৬৯৪ কোটি ডলার) সমপরিমাণ। ২০২০ সালের তুলনায় এটি ছিল ৪৬ দশমিক ৩ শতাংশ বা ৪ হাজার ৮৫০ কোটি রিঙ্গিত বেশি। কভিড-১৯ মহামারীর কারণে রাবার গ্লভসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় রাবার ও রাবারজাত পণ্যের বাণিজ্যে এমন প্রবৃদ্ধি দেখা যায়। খবর জিনহুয়া।

২০২১ সালে মোট রাবারজাত পণ্যের ৯১ দশমিক ৮ শতাংশ ছিল ল্যাটেক্স পণ্য। যার মধ্যে অন্যতম ছিল রাবার গ্লভস। সম্প্রতি মালয়েশিয়ান রাবার কাউন্সিলের এক বিবৃতিতে এমনটা দেখা যায়। এ সময় রাবার গ্লভস রফতানি করে দেশটির আয় ছিল ৫ হাজার ৪৮০ কোটি রিঙ্গিত, যা মোট রফতানির ৮৮ দশমিক ৯ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৫৫ দশমিক ৪ শতাংশ বা ৩ হাজার ৫৩০ কোটি রিঙ্গিত বেশি।

২০২১ সালে শিল্পজাত রাবার পণ্য রফতানি বেড়েছে ৪০ দশমিক ৭ শতাংশ, যা ১৩০ কোটি রিঙ্গিত সমপরিমাণ। ২০২০ সালে এ শ্রেণীর রাবার পণ্যের রফতানি আয় ছিল ৯০ কোটি রিঙ্গিত। একই সময়ে টায়ার রফতানি বাড়ে ৩০ দশমিক ৭ শতাংশ, যা ১৭০ কোটি রিঙ্গিত সমপরিমাণ। ফুটওয়্যার ও রাবার পণ্য রফতানি বাড়ে যথাক্রমে ১৯ দশমিক ৬ ও ১৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *