কুকুর খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই চীনা নাগরিক
রাজধানীর খিলক্ষেত এলাকায় এক অভিনেতার কুকুর ধরে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই চীনা নাগরিক। খাওয়ার আগেই মালিকের কাছে ধরা খেলেন। অতঃপর থানায় জিডি।
সোমবার দুপুরে পিংক সিটি আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুল রহমান বলেন, কুকুরটি অভিনেতা প্রাণ রায়ের পোষা। কুকুর জবাইয়ের পর দুই চীনা নাগরিক মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু প্রাণ রায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩০৭) করেছেন।
খিলক্ষেত থানা সূত্র জানায়, চিমিং ও লিয়ান নামে দুই চীনা নাগরিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা চাকরির জন্য ঢাকায় বসবাস করেন। বাসার সামনে কুকুরটিকে ঘোরাঘুরি করতে দেখে তারা কুকুরটিকে ধরে জবাই করেন।
কুকুরটির মালিকের অভিযোগের ভিত্তিতে ওই চীনা নাগরিকদ্বয়কে ডেকে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ।