পণ্যে মূল্য লেখা নেই জিনিয়াস সুপারশপে
বিদেশি পণ্যের মোড়কে বিক্রয়মূল্য লেখা না থাকায় বসুন্ধরার জিনিয়াস সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এদিন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির করায় অপর এক প্রতিষ্ঠান টিটি ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় সার্বিক সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন -১১) সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, আজকে বাজার তদারকির সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার টিটি ফার্মাকে ৫০ হাজার টাকা এবং বিদেশি এলোভেরা জুস, বোতলজাত এভিয়ান পানি, ম্যাজিক ক্রান্চসহ বিভিন্ন পণ্যসামগ্রীর প্যাকেটের গায়ে এমআরপি না থাকায় জিনিয়াস সুপারশপকে ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।