থেলিসের মুনাফা বেড়েছে ৩২%
স্টাফ রিপোর্টার
২০২১ সালে থেলিসের পরিচালন মুনাফা ১৬৫ কোটি ইউরোতে পৌঁছেছে। ইউরোপের বৃহত্তম প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানটির এ মুনাফা আগের বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। গত বছর সংস্থাটির আয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২০ কোটি ডলার দাঁড়িয়েছে। এছাড়া এ সময়ে সংস্থাটি ১ হাজার ৯৯০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে। চলতি বছরও আয় ও মুনাফা বাড়ছে বলে আশাবাদী থেলিস। পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সালে সংস্থাটির বিক্রি ১৬ দশমিক ৬ থেকে ১৭ দশমিক ২ শতাংশ এবং পরিচালন মুনাফা ১০ দশমিক ৮ থেকে ১১ দশমিক ১ শতাংশ বাড়বে। রয়টার্স