আজ ঐতিহাসিক ৭ মার্চ

স্টাফ রিপোর্টার

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৭ মার্চ ২০২২, সোমবার। ২২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৬১- ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।
১৮৭৬- আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।
১৯৭১- রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।
১৯৭৩- বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম
১৮৯০- বৃটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য মনোরঞ্জন গুপ্ত।
১৯০৪- বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়।
১৯০৭- ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী।
১৯৩১- প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ।

মৃত্যু
১৯৫৪- নৃত্যগীতে সুদক্ষা খ্যাতনামা অভিনেত্রী নীহারবালা।
১৯৮২- শিশু সাহিত্যিক বিমল ঘোষ।
১৯৯৯- একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্ট্যানলি কুব্রিক।
২০১৭- ভারতীয় সংগীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *