যুক্তরাষ্ট্র ছেড়েছেন রাশিয়ার ৫০ কূটনীতিক

স্টাফ রিপোর্টার

চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই পরিবারসহ ৫০ রাশিয়ান কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন। রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এর আগে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি জাতিসংঘের কাছে রাশিয়ার ১২ কূটনীতিককে ৭ মার্চের আগে ওয়াশিংটন ছাড়ার অনুরোধ জানান। এরপরই এমন খবর এলো।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাষ্ট্রদূত রিচার্ড মিলস ওই কূটনীতিকদের অপসারণ চান। কারণ তারা এমন কিছু কাজের সঙ্গে জড়িত যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। একদিকে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। অন্যদিকে রাশিয়াও নিচ্ছে পাল্টা ব্যবস্থা। কোনো পক্ষই পিছু হাঁটতে রাজি নয়। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।

রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনে এখন পর্যন্ত ৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ৭৫৯। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১১ দিন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *