সৌদির রফতানি আয় ৩৫ হাজার কোটি ডলার ছাড়াবে
২০৩০ সাল নাগাদ সৌদি আরবের রফতানি আয় ৩৫ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বার্ষিক ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে এ পর্যায়ে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। খবর আরব নিউজ।
ব্রিটিশ আর্থিক পরিষেবা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক করপোরেশনগুলোর ১৮ শতাংশ এরই মধ্যে সৌদি আরবে উৎপাদন করছে। আগামী ১০ বছরে আরো কয়েকটি প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অর্থনীতিতে উৎপাদন শুরুর পরিকল্পনা করছে।
ফিউচার অব ট্রেড ২০৩০ শীর্ষক এ প্রতিবেদনে ভারতকে সৌদি আরবের জন্য দ্রুত বর্ধনশীল রফতানি করিডোর হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতে সৌদি পণ্যের রফতানি ২০২০ থেকে ২০৩০ সাল পর্যন্ত গড় বার্ষিক বৃদ্ধির হার ধরা হয়েছে ১০ দশমিক ৯ শতাংশ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, সৌদি আরব ১৩টি মূল বাজারের একটিতে পরিণত হবে, যারা বিশ্বব্যাপী রফতানি কার্যক্রমে নেতৃত্ব দেবে। এ দেশগুলোর রফতানি আয় পরবর্তী দশকে ১৭ লাখ ৪০০ কোটি ডলার থেকে দ্বিগুণ হয়ে ২৯ লাখ ৯০০ কোটি ডলারে উন্নীত হবে।