জার্মানিতে ইভি কারখানা করবে ফক্সওয়াগন

স্টাফ রিপোর্টার

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরির প্রতিযোগিতায় নেমেছে অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো। বিশ্বজুড়ে ইভির ভোক্তা চাহিদাও তৈরি হয়েছে বাজারে। এরই ধারাবাহিকতায় জার্মানিতে একটি ইভি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ফক্সওয়াগন। খবর দ্য ন্যাশনাল।

আগামী কয়েক সপ্তাহে বার্লিনের ইভি কারখানায় উৎপাদন শুরু করবে টেসলা। সংস্থাটিকে টক্কর দিতে দেশটিতে একটি ইভি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে ফক্সওয়াগন। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে জার্মান গাড়ি নির্মাতা জানিয়েছে, নতুন কারখানাটি স্থাপনের জন্য ব্যয় হবে ২০০ কোটি ইউরো বা ২২০ কোটি ডলার। ট্রিনিটি কোডনামে বাজারে আসবে নতুন মডেলের গাড়িটি। আগামী বছর কারখানাটির নির্মাণকাজ শুরু হবে। ২০২৬ সাল থেকে কারখানাটিতে ইভি উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ফক্সওয়াগনের ব্র্যান্ড চিফ রালফ ব্র্যান্ডস্টেটার এক বিবৃতিতে জানান, ইভি কারখানাটি জার্মানির উলফসবার্গের সন্নিকটে স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *