এনবিআর এর নিকট আইসিএমএবি’র সুপারিশমালা পেশ
২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটে অর্ন্তভুক্তির জন্য আইসিএমএবি থেকে একটি বিনিয়োগ বান্ধব কর প্রস্তাব জমা দেয়া হয়েছে। এই প্রস্তাবে আয়কর এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) কাঠামোকে আরো সহজ, স্বচ্ছ এবং সময়োপযোগী করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
গতকাল বুধবার (২ মার্চ ২০২২) জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিএমএবি’র সভাপতি জনাব মোঃ মামুনুর রশিদ এফসিএমএ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাবটি জমা দেন। প্রতিনিধিদলে ছিলেন আইসিএমএবি’র কোষাধ্যক্ষ মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ ও ফেলো সদস্য জনাব জয়ন্ত কুমার পোদ্দার এফসিএমএ।
আইসিএমএবি’র পক্ষে স্টক ডিভিডেন্ডের উপর কর আরোপের বিধানটি বাতিল করা, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত মোটরযান এর প্রকৃত মুনাফা নির্ধারণ করে কর বৃদ্ধিকরন, জেষ্ঠ নাগরিকদের যাদের আয়ের উৎস শুধুমাত্র পেনশন এবং সুদ খাতে আয় তাদেরকে ট্যাক্স রিটার্ন দেয়া হতে অব্যাহতি প্রদানসহ ৪০টি প্রস্তাব বিবেচনা করার উপস্থাপন করা হয়।